রাজনীতি বিভাগে ফিরে যান

প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

মে 17, 2024 | < 1 min read

আগামী ৪ জুন লোকসভা ভোটের প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। আর থাকবে ভিডিয়োগ্রাফার। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে গণনা কেন্দ্রগুলিতে। প্রথমে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আর থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রতিটি গণনা কেন্দ্রে ৮০ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা।

ইভিএম-ভিভিপ্যাট এবং গণনা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংশয়ের কথা তুলে ধরছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই সংশয় দূর করতে ভোটের দিন থেকেই রাজনৈতিক দলগুলিকে ইভিএম সংরক্ষণ করার জায়গা স্ট্রং রুমের কাছে শিবির করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। ভিভিপ্যাটও মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে কমিশন।

প্রতিটি বিধানসভায় পাঁচটি করে ভিভিপ্যাট দেওয়া হবে লটারির মাধ্যমে। সেই যন্ত্রগুলিতে জমা পড়া ভোটদানের স্লিপের সঙ্গে মিলিয়ে দেখা হবে সংশ্লিষ্ট ইভিএমে ভোটদানের ফলাফল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
উৎসবে থাকবে না কিন্তু পুজোয় পাড়ায় পাড়ায় বামেদের বুক স্টল
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare