দেশ বিভাগে ফিরে যান

মহার্ঘ হচ্ছে প্রাণদায়ী ওষুধও, সৌজন্যে মোদি

এপ্রিল 1, 2024 | < 1 min read

বাড়তে চলেছে ওষুধের দাম। হোলসেল প্রাইস ইনডেক্সের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের দামে নতুন ঊর্ধ্বসীমা বসিয়েছে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক। তাতে দেখা যাচ্ছে অল্প হলেও মেডিসিনের মূল্যবৃদ্ধিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার।

সোমবার থেকে তাই সামান্য হলেও বেড়েছে ওষুধের দাম। এর মধ্যে রয়েছে লিকুইড অক্সিজেন, স্টেরয়েড, পেনকিলার, ভিটামিন, অ্যান্টিবায়োটিক-সহ প্রেশার, সুগার, কোলেস্টেরল এবং সর্দি-কাশি-জ্বরের প্রায় ৮০০ ওষুধ। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) মেনে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)।

উল্লেখ্য, গত বছরেই বহু ওষুধের দাম অন্তত ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে দাম বেড়েছিল ১০ শতাংশ। একটি এনজিও কর্তার দাবি, এবছর ওষুধের দাম তুলনামূলক কম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে। যদিও বাস্তবে যে মোটেই এমন হচ্ছে না তা সাম্প্রতিককালে দৈনন্দিন প্রয়োজনীয় ব্লাড সুগার, প্রেশার, জ্বরের ওষুধের দাম অন্তত ১৫ শতাংশ বেড়ে যাওয়াতেই স্পষ্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশনামা কমিশনের!
FacebookWhatsAppEmailShare
পিছিয়ে গেলো কমিশন-ইন্ডিয়া জোটের বৈঠক
FacebookWhatsAppEmailShare
মোদিই দেশের বোঝা বললেন প্রাক্তন সিবিআই কর্তা
FacebookWhatsAppEmailShare