রাজনীতি বিভাগে ফিরে যান

পাহাড়ে দুই আমলার লড়াই করাবে তৃণমূল-বিজেপি?

ফেব্রুয়ারি 8, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনে মহারণ হতে চলেছে পাহাড়ের রাণী দার্জিলিংয়ে। রাজনৈতিক মহলের হাওয়া জানান দিচ্ছে, দুই আমলার লড়াই দেখতে পারে পাহাড়।

বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি দার্জিলিং। কিন্তু গেরুয়া শিবিরের অন্দর থেকে জানা যাচ্ছে, বর্তমান সাংসদ রাজু বিস্তাকে আর চাইছেনা তারা। তার বদলে দেশের প্রাক্তণ বিদেশসচিব এবং জি২০ সভাপতিত্বের সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলাকে প্রার্থী করতে চলেছে তারা। নিজের বলে ইতিমধ্যেই শ্রিংলা দার্জিলিংয়ে প্রচার করছেন এবং দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি এনজিও তৈরি করে জনগণের সেবা করছেন।

এতে আবার গোঁসা হয়েছে বিজেপির কিছু অংশের। রাজু বিস্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এরকম আত্মপ্রচার দলের নিয়মবিরুদ্ধ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসও পাহাড়ে একজন আমলাকেই লড়ানোর তালে রয়েছে। বর্তমানে তারা অনিত থাপার দল বিজিপিএমের সঙ্গে জোটে, এবং সাংগঠনিক অবস্থা আগের থেকে অনেক ভালো।

শিলিগুড়ির প্রাক্তণ এসডিও ও দার্জিলিংয়ের প্রাক্তণ এডিএম গোপাল লামাকে দাঁড় করানোর কথা রটছে ঘাসফুল শিবিরে। কিন্তু এখনও এই বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare