দেশ বিভাগে ফিরে যান

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা

অক্টোবর 5, 2024 | < 1 min read

বিজেপি শাসিত রাজ্যেই বন্ধ হচ্ছে দুর্গাপুজো! ৪৪ বছর পর বন্ধ হয়ে গেল ত্রিপুরার গন্ডাছড়ার বিস্তীর্ণ এলাকার পুজো। বাঙালিরা এখন রয়েছেন শরণার্থী শিবিরে। সাম্প্রদায়িক সংঘর্ষে বিধ্বস্ত গোটা এলাকা। ১৯৮০ সাল থেকে গণ্ডাছড়ায় চলছে দুর্গাপুজো । সাম্প্রদায়িক হিংসা, বৈরীদের ফতোয়া, প্রাকৃতিক দুর্যোগ সব মোকাবিলা করেই বছর বছর হয়ে চলেছে পুজো । কিন্তু ৪৪ বছর পর ২০২৪-এ এসে থমকে গেল পুজোর আয়োজন। অবিশ্বাস্য হলেও সত্যি মহকুমায় ২২টি পুজো উদ্যোক্তাদের কেউই এবার পুজো করছে না । প্রশাসনের তরফে কয়েক দফা মিটিং করার পরও বাস্তবতা হল, হচ্ছে না পুজো।

১৯৮০ সাল থেকে গন্ডছাড়া এলাকায় দুর্গাপুজো হয়ে আসছে। কিন্তু এবার পুজোর আনন্দে সামিল হতে নারাজ উদ্যোক্তারা। কারণ দর্শিয়ে তাঁরা বলেছেন ১২ জুলাই গোষ্ঠী সংঘর্ষে প্রায় ২০০ বাঙালি পরিবার ঘরছাড়া। প্রায় ৪৫০ মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। এর মধ্যে পুজোর আনন্দে গা ভাসাতে চান না তাঁরা। একাধিক ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, বিনা অপরাধে সর্বহারা মানুষগুলোকে ত্রাণ শিবিরে রেখে পুজোর কথা ভাবাই যায় না। দুঃখের আবহে আনন্দের কোনও জায়গাই নেই। এছাড়াও বন্যার ধ্বংসলীলা তো আছেই। সাফ কথা দুর্গা আরাধনা করার মতো মন মেজাজ কিছুই নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare
নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare