অর্থনীতি বিভাগে ফিরে যান

পুজো শেষ হতেই শুরু পরের বছরের পরিকল্পনা, চলছে থিম-শিল্পীদের বুকিং

অক্টোবর 10, 2022 | < 1 min read

সবে গঙ্গায় পড়েছে দশভুজা। এখনও মাটি গলেনি, প্যান্ডেলের বাঁশগুলোও যেমনকে তেমন আছে। আকাশে বাতাসে পুজোর গন্ধ লেগে আছে আর তার মধ্যেই শুরু হয়ে গেছে ২০২৩ এর পুজোর থিম নিয়ে চিন্তা ভাবনা।

অনেক শিল্পীই শিল্পী ছকে ফেলেছেন কি বানাবেন, অনেকে আবার ভেবে রেখেছেন চার-পাঁচটা থিম। একটা বেছে নেওয়া হবে তার মধ্য থেকে।

কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে, ব্যানার বানানোও শেষ হয়ে গেছে। লঞ্চ করে দিয়েছেন পরের বছরের দুর্গাপুজোর টিজারও। কেউ কেউ আবার থিম ঠিক কইরে ফেললেও তা প্রকাশ করতে অনিচ্ছুক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা তাই কেউই আর গা ঢিলেমি দিতে চাইছেন না।

সামনের বছরের পুজো অক্টোবরের শেষে। ক্লাব কর্তাদের মতে, পুজো অগুনতি কিন্তু থিম মেকার হাতে গোনা কয়েকজন। যার ফলে প্রচুর চাহিদা। তাই দশমী থেকেই আগামী বছরের থিম ঠিক করার ধুম পরে যায়, ঠিকও হয়ে যাবে নভেম্বরের মধ্যে।

২০২৩ দুর্গাপুজোর নির্ঘণ্ট:

মহালয়া ১৪ অক্টোবর (শনিবার)

পঞ্চমী: ১৯ অক্টোবর (বৃহস্পতিবার)

ষষ্ঠী: ২০ অক্টোবর (শুক্রবার)

সপ্তমী: ২১ অক্টোবর (শনিবার)

অষ্টমী: ২২ অক্টোবর (রবিবার)

নবমী: ২৩ অক্টোবর (সোমবার)

বিজয়া দশমী: ২৪ অক্টোবর (মঙ্গলবার)

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পারিবারিক সঞ্চয় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন
FacebookWhatsAppEmailShare
জিএসটি আদায়ে নয়া রেকর্ড গড়লো বাংলা
FacebookWhatsAppEmailShare
জিডিপি নিয়ে দেওয়া সরকারের তথ্য সঠিক নয়: রঘুরাম রাজন
FacebookWhatsAppEmailShare