অনুদানের অঙ্কে শীর্ষে গেরুয়া শিবির
২০২১-২২ অর্থবর্ষে ৭,১৪১ টি খাত থেকে মোট ৭৮০.৭৭ কোটি টাকা চাঁদা তুলেছে দেশের রাজনৈতিক দলগুলি।
বিজেপি ৪,৯৫৭টি খাতে ৬১৪ কোটি ৬৩ লক্ষ টাকা অনুদান পেয়েছে। কংগ্রেস ১২৫৫টি খাতে ৯৫ কোটি ৪৬ লক্ষ টাকা, তৃণমূল ৭টি খাতে ৪৩ লক্ষ টাকা, আর সিপিএম ৫৩৫টি খাতে ১০ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান পেয়েছে।
বিএসপি ২০ হাজার টাকার বেশি অনুদান পায়নি।এই নিয়ে টানা ১৬ বছর তারা কারও কাছ থেকে ২০ হাজার টাকার বেশি অনুদান পায়নি।
প্রসঙ্গত, ২০২০-’২১ অর্থবর্ষে বিজেপির অনুদানের অঙ্ক ছিল ৪৭৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ, অনুদান বৃদ্ধির পরিমাণ ২৮.৭১ শতাংশ।কংগ্রেসের প্রাপ্ত অনুদান ছিল ৭৪ কোটি ৫২ লক্ষ ৪০ হাজার টাকা। এক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ২৮.০৯ শতাংশ।
এই অর্থবর্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত অনুদানের অঙ্ক মাত্র ৪৩ লক্ষ টাকা। ২০২০-’২১ অর্থবর্ষে তাদের প্রাপ্ত অনুদানের পরিমাণ ছিল ৪২ লক্ষ ৫০ হাজার টাকা।
অন্যদিকে, এই অর্থবর্ষে সিপিএম ৫৩৫ জনের কাছ থেকে মোট অনুদান পেয়েছে ১০ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকা। ২০২০-’২১ অর্থবর্ষে তাদের প্রাপ্ত অনুদানের অঙ্ক ছিল ১২ কোটি ৯০ লক্ষ ১০ হাজার টাকা। অর্থাৎ চলতি অর্থবর্ষে তাদের অনুদানের পরিমাণ কমেছে।