মহিলাদের বিক্ষোভে মেজাজ হারিয়ে ‘বাপ, চোদ্দ পুরুষ তুলে’ আক্রমণ দিলীপ ঘোষের
মার্চ 21, 2025 < 1 min read

শুক্রবার খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তাঁর সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তখনই স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখিয়ে বলেন, ‘যখন রাস্তার সমস্যা ছিল তখন কোথায় ছিলেন ?’ এই প্রশ্নেই মেজাজ হারান দিলীপ। দিলীপ ঘোষ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়।” এই মন্তব্যে বিরক্ত হন মহিলা। তিনি প্রশ্ন করেন, “আপনি বাপ তুলে কেন কথা বলছেন?” প্রাক্তন সাংসদের জোর গলায় বলেন, “চোদ্দো পুরুষ তুলব।” মহিলা বলেন, “কেন, কে অধিকার দিয়েছে?” দিলীপ বলেন, “বেশি ন্যাকামি করছে। টাকা দিয়েছি। ভিখারি পার্টি নই।যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে, যাও।“ এই কথা শুনে স্বভাবিক ভাবেই রেগে যান স্থানীয়রা।
এক মহিলা সরাসরি বলেন, “আপনি বাপ তুললেন কেন? আপনি সাংসদ ছিলেন।“ পাল্টা দিলীপকে বলতে শোনা যায়, “শুধু বাপ নয়, চোদ্দোপুরুষ তুলব।“ এর পরেই চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মহিলাদের উদ্দেশে বেলাগাম আক্রমণ করে দিলীপ বলেন, “এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি।“শুধু তাই নয়, তাঁর সঙ্গে থাকা সাঙ্গপাঙ্গরা মহিলাদের শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। তৃণমূল নেতাদের বক্তব্য, সাধারণ মানুষের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলেই কি তারা তৃণমূল হয়ে যায়? বিজেপির দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিত বিক্ষোভ, যার পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
দিল্লী-মহারাষ্ট্রে ভোটার কারচুপি? | Voter list SCAM led to BJP's win in Delhi & Maharashtra? | BJP
#BJP #AAP #BharatiyaJanataParty #AamAadmiParty #Delhi #Maharastra #Elections #NarendraModi #ArvindKejriwal #VoterList #ElectionCommission #NewszNow
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow
রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু-সুকান্তর খেয়োখেয়ি
#BJP #Bengal #SuvenduAdhikari #NewszNow
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮
#Stampede #KumbhMela #Delhi #NewszNow #NewszNow