রাজনীতি বিভাগে ফিরে যান

বিজেপিতে দিলীপ আরও উপেক্ষিত

মার্চ 2, 2024 | < 1 min read

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। এর মধ্যে রয়েছেন বাংলার ২০ প্রার্থী। আর সেখানে নাম নেই দিলীপ ঘোষের। রাজ্য বিজেপি লোকসভা নির্বাচনে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কী ভাবে কাজে লাগাবে, তা নিয়ে এখনও অনেক ধোঁয়াশা।

তিনি নাকি দায়িত্ব না পেলেই খুশি হবেন! তবে দিলীপ ঘোষের এই পরিণতি নিয়ে আবার বিজেপির মধ্যেই একাংশ নেতা পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। দলের এক রাজ্য নেতা বলেন, ‘এক মাঘে শীত যায় না। দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন প্রধানমন্ত্রীর সভায় অনেককেই উঠতে দিতেন না। একবার বাবুল সুপ্রিয়কে উঠতে দেননি।’

আরামবাগে নরেন্দ্র মোদির সভায় অনুপস্থিতি দিলীপ ঘোষ বলেছেন, ‘সেটা তো স্বাভাবিক। আমি রাজ্য সভাপতি ছিলাম, সর্বভারতীয় সহ সভাপতি ছিলাম, এখন তো কোনও সাংগঠনিক পদে নেই, সে জন্যই বোধ হয় ডাকে না’।

উনিশের লোকসভা ভোটের সময়ে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকেই বাংলায় ভোট প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ বছর পর আরামবাগে নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণই পেলেন না আর নাম এলো না প্রথম লোকসভা প্রার্থী তালিকায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare