দেশ বিভাগে ফিরে যান

১৫ আগস্ট আর ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনের তফাৎ

আগস্ট 15, 2022 | < 1 min read

জানেন কি স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা তোলার নিয়ম আলাদা।

স্বাধীনতা দিবসের দিন পতাকা নীচ থেকে উপর পর্যন্ত তোলা হয়. কিন্তু মাটি স্পর্শ করে না। একে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন

কারণ, এদিন ভারত ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল। তাই ১৯৪৭ সালে এদিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই নিয়ম চলে আসছে।

প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাঁধা থাকে, কিন্তু ভাঁজ করা অবস্থায়। শুধু সেখান থেকে পতাকাটি খোলা হয়, নামানো হয় না। একে বলা হয় unfurl, অর্থাৎ উন্মোচন।

কারণ, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল। আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গিয়েছিলো তাই তখন ভারতের তিরঙ্গা উপরেই উড়ছে, নতুন করে তাকে আর তোলা হয় না। কেবল ভাঁজ করা থাকে, সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare