রাজনীতি বিভাগে ফিরে যান

সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে কি ব্রাত্য থাকবে তৃণমূল? প্রশ্ন ডেরেক ও ব্রায়েনের

সেপ্টেম্বর 14, 2024 | < 1 min read

কিছুদিনের মধ্যেই তৃতীয় মোদি সরকারের কার্যকালে এই প্রথম সংসদীয় স্থায়ী কমিটির নামের তালিকা জানানো হবে৷ তার আগে সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও প্রকার আলোচনা করেনি বলেই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷

এই প্রসঙ্গে তাঁর সাফ যুক্তি, “এখন চার পাঁচজন সাংসদ আছে এমন সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলি বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেয়ে যাচ্ছে৷ বিজেপি সরকারের আমলে এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে৷ রাজ্যসভা, লোকসভা মিলিয়ে আমাদের দলের সাংসদ সংখ্যা ৪১৷ এখন দেখতে হবে সরকারের তরফে আমাদের দলকে কোন কমিটির চেয়ারম্যানশিপ অফার করা হয়৷ আমরা কোনও পদের জন্য দাবি করি নি৷ যা দেবে নেবো৷”

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন একটি চিঠি লিখেছিলেন রাজ্যসভার দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাকে৷ সেখানে তিনি প্রশ্ন করেন “কেন জুন মাসে সরকার গঠনের পরে তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির গঠন করা হয়নি?” তারপরেও মোদি সরকার তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতাদের ডেকে পাঠিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ নিয়ে আলোচনার সৌজন্য দেখায়নি৷ এই প্রসঙ্গেই সরকারকে প্রশ্ন করেছেন ডেরেক৷

মোদি সরকারের আমলে সংসদীয় রীতি নীতিকে জলাঞ্জলি দিয়ে অসংসদীয় রীতিকেই প্রাধান্য দেওয়া রেওয়াজ হয়ে উঠেছে, দাবি করেছেন ডেরেক৷

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সংসদের স্থায়ী কমিটিতে অভিষেক
FacebookWhatsAppEmailShare
প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিরোধীরা? মুখ খুললেন গড়করি
FacebookWhatsAppEmailShare
বিপাকে দিলীপ-দিন্দা! কড়া বার্তা বঙ্গ বিজেপির
FacebookWhatsAppEmailShare