কোভিড ১৯ বিভাগে ফিরে যান

দেশের ৭ রাজ্যে ঢুকে পড়ল ‘ডেল্টাক্রন’, জেনে নিন এর লক্ষণ

মার্চ 25, 2022 | < 1 min read

করোনা বিধিনিধেষ তুলে নেওয়ার চিন্তাভাবনা করছে কেন্দ্র। তার মধ্য়েই দেশে বাড়ছে করোনাভাইরাসের হাইব্রিড প্রজাতি ‘ডেল্টাক্রন’ সংক্রমণ।

দেশের ৭ রাজ্যে দেখা মিলেছে এরকম রোগী। দিল্লিতে ২০, তেলঙ্গানায় ২৫, পশ্চিমবঙ্গে ৩২, গুজরাটে ৩৩, মহরাষ্ট্রে ৬৬, তামিলনাড়ুতে ৯০ ও কর্ণাটকে ২২১ জনের শরীরে মিলেছে এই যুগ্ম প্রজাতির সংক্রমণ।

রোগের লক্ষণ:

প্রবল জ্বর। বুকে ও পিঠে প্রবল তাপ।

টানা কাশি। কখনও কখনও টানা ১ ঘণ্টা কাশি। দিনে একাধিকবার হতে পারে।

স্বাদ ও গন্ধ না পাওয়া। অথব কোনও জিনিসের উল্টো কোনও স্বাদ বা গন্ধ পাওয়া।

একাধিকবার রূপ বদল করেছে কোভিড-১৯। কখনও ডেল্টা, কখনওবা তা ওমিক্রম রূপে রোগীকে আক্রমণ করেছে। এখন দেখা যাচ্ছে ডেল্টা ও ওমিক্রন একইসঙ্গে মিলছে রোগীর শরীরে।

উল্লেখ্য, ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। এটাই এই প্রজাতির প্রধান ধরন। অন্যদিকে, ডেল্টা প্রজাতি খুব দ্রুত শরীরকে কাবু করে দিতে পারে। ফলে দুয়ের আক্রমণে রোগী খুব সহজেই ঘায়েল হয়ে যায়।

এর থেকে বাঁচতে গেলে মেনে চলতে হবে কোভিড বিধি। টিকা নিয়ে রাখতে হবে। কোমরবিডিটি যাদের রায়েছে তাদের সতর্ক থাকতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন রূপে আতঙ্ক ছড়াচ্ছে করোনা
FacebookWhatsAppEmailShare
করোনা নিয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশ
FacebookWhatsAppEmailShare
করোনায় বিশ্বে বেড়েছে দারিদ্র্য যার অধিকাংশই ভারতীয়
FacebookWhatsAppEmailShare