বাংলা বিভাগে ফিরে যান

রাজ্যপালকে সময় দিচ্ছেন না মুখ্য নির্বাচন কমিশনার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল 10, 2024 | < 1 min read

 সোমবার তৃণমূলের প্রতিনিধি দল ডঃ সি ভি আনন্দ বোসের কাছে গিয়েছিলেন। তারপর আজ ফের একবার সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আজ আবারও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, ব্রাত্য বসু-সহ বহু তৃণমূলের প্রথম সারির নেতারা। রাজভবন থেকে বেরিয়ে পরে সাংবাদিক সম্মেলনে  অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান ‘আমাদের দাবি ছিল সময় নষ্ট না করে রাজ্য সরকারকে যাতে অবিলম্বে অনুমতি দেওয়া হয় যাতে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ শুরু করা যায়। অনগোয়িং প্রোজেক্টের ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু নতুন কোনও কাজ শুরু করতে গেলে, আদর্শ আচরণবিধি চলাকালীন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে করতে হয়। আমরা সেই মতো আবেদন করেছিলাম। রাজ্যপাল আজ আমাকে বললেন, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তিনি কথা বলতে পারেননি। মুখ্য নির্বাচন কমিশনার কেন কথা বলেননি, তা আমি জানি না, হয়ত বাংলার রাজ্যপাল ফোন করছেন বলে, বাংলার দাবি তুলবেন বলে। মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের সঙ্গে কথা বলছেন না।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare