NEWSZNOW বাংলা

৪ এপ্রিল, ২০২৫ ...

বাংলা ENGLISH

স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ফের বাড়ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা ক্যান্সার, ডায়াবেটিসের ওষুধের দাম

মার্চ 27, 2025 < 1 min read

হাতে গোনা ৬ মাস, আর তারই মধ্যেই ফের বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম)! জানা যাচ্ছে, শীঘ্রই বাড়তে চলেছে ক্যানসার, হৃদরোগ এবং ডায়াবেটিস সহ একাধিক রোগ প্রতিষেধক ওষুধের দাম। ১.৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সেই সমস্ত জীবনদায়ী ওষুধের দাম।যদিও এখনই এই নয়া দাম লাগু করা হলেও বাজারে তা কার্যকর হবে তিন মাস বাদে। ৬ মাস আগে অর্থাৎ অক্টোবর মাসে এক ধাক্কায় বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। আর কয়েক মাস পেরতে না পেরতেই ফের দাম বৃদ্ধি হতে চলেছে ওষুধের।

অল ইন্ডিয়া অর্গানাইজ়েশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস এর জেনারেল সেক্রেটারি রাজীব সিঙ্ঘল জানিয়েছেন, এই দাম বৃদ্ধির জেরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিছুটা স্বস্তি মিলবে। এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, ওষুধ তৈরির কাঁচামাল এবং অন্যান্য খরচ বেড়েছে। সে জন্যই এই দাম বৃদ্ধির প্রয়োজন ছিল। সারা দেশে ওষুধের দাম ঠিক করে ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল প্রাইসিং অথরিটি। এই সংস্থা জানতে পেরেছে, ৩০৭টি ক্ষেত্রে ওষুধ সংস্থাগুলি বেআইনিভাবে বেশি দাম নিচ্ছে। ২০১৩ সালে ওষুধের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত যে আইন রয়েছে, তার ভিত্তিতেই দাম ঠিক করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সব ওষুধ সংস্থাকেই সরকার নির্ধারিত দামের মধ্যে ওষুধের দাম রাখতে হবে। তার চেয়ে বেশি দাম নেওয়া যাবে না।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

গুণমান পরীক্ষায় ফেল নিত্য ব্যবহৃত বিভিন্ন ওষুধ

FacebookWhatsAppEmailShare

ডাক্তারদের সঙ্গে বৈঠকে “মমতার” ছোঁয়া দিলেন মুখ্যমন্ত্রী

FacebookWhatsAppEmailShare

বেতন বাড়ছে জুনিয়র-সিনিয়র সহ সব ডাক্তারদের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...