মাংসের বদলে ঝোল, উত্তরপ্রদেশে বিজেপি সাংসদের ‘মাটন পার্টি’-তে তুমুল মারপিট
নভেম্বর 16, 2024 < 1 min read
চেয়েছিলেন মাংস। কিন্তু পাতে পড়ল শুধু ঝোল। ব্যস, তার পরই ধুন্ধুমার কাণ্ড। বিজেপি সাংসদের ‘মাটন পার্টি’ একেবারে রণক্ষেত্রে পরিণত হল। খাওয়াদাওয়ার মাঝপথে মাংস আর ঝোল নিয়ে মারামারি শুরু হওয়ায় পার্টি ছেড়ে পালিয়ে বাঁচলেন অতিথিরা। ঘটনাটি উত্তরপ্রদেশের ভদোহী জেলার। গত বৃহস্পতিবার রাতে ভদোহির মির্জাপুরে নিজের দলীয় কার্যালয়ে খাসির মাংস খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন এলাকার বিজেপি সাংসদ বিনোদ বিন্দ। আশেপাশের গ্রাম থেকে অন্তত ২৫০ জন মানুষ খেতে আসেন সাংসদের ডাকে।
শুরু থেকে সব ঠিকঠাকই ছিল। দলীয় কার্যালয়ের সামনে বসে চলছিল মাংস ও রুটি খাওয়া-দাওয়া। সূত্রের খবর, সাংসদের গাড়িচালক ভাইও খাবার পরিবেশন করা শুরু করে দেন। সেই সময় এক যুবকের পাতে মাংসের বদলে শুধু ঝোল দিয়েছিলেন বলে দাবি উঠছে। কেন মাংস না দিয়ে শুধু ঝোল দেওয়া হল, তা নিয়েই শুরু হয়ে যায় গন্ডগোল।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’পক্ষের মধ্যে দেদার লাথি, ঘুষি চলতে থাকে। এই পরিস্থিতি দেখে খাবার ফেলেই পালাতে শুরু করেন গ্রামবাসীরা। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...