দেশ বিভাগে ফিরে যান

‘বাজেট ব্রিফকেস’ – ‘বহি খাতা’ – ‘ট্যাবলেট’, বাজেট প্রকাশের বদল

জানুয়ারি 31, 2024 | < 1 min read

প্রতি বছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রীদের ব্রিফকেস হাতে দেখা যেত। সেই ছবিতে কিছুটা পরিবর্তন আসলো ২০১৯ সাল থেকে। ওই বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট ব্রিফকেস না নিয়ে তার জায়গায় বহি খাতা বেছে নিয়েছিলেন। ২০১৯ সালের বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমণকে লাল রঙের বহি খাতা হাতে দেখা যায়।

ব্রিফকেসকে বিদায় জানানোর এই বিষয়টাকে ঔপনিবেশিক উত্তরাধিকারের প্রতীকী ত্যাগ হিসেবে দেখানো হয়েছে। ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করার জন্য একটি লাল মোড়কে মুড়িয়ে ট্যাবলেট এনেছিলেন বাজেট পেশ করার সময়ে।

এই ট্যাবলেট বেছে নেওয়ার মূল উদ্দেশ্যছিল ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দ্রুত শুনানির জন্য মৌখিক আর্জি আর গ্রাহ্য নয় সুপ্রিম কোর্টে
FacebookWhatsAppEmailShare
ইন্ডিয়া জোটের বয়কটের জেরে পিছিয়ে গেল জেপিসি সফর
FacebookWhatsAppEmailShare
ফের উত্তপ্ত মণিপুর, কুকি সংগঠনের বনধের ডাক, জারি কারফিউ
FacebookWhatsAppEmailShare