দুর্গোৎসব ২০২২ বিভাগে ফিরে যান

বনেদি বাড়ির পুজো

সেপ্টেম্বর 30, 2022 | 2 min read

থিমের ধাক্কায় আজ হারিয়ে যাচ্ছে মায়ের সেই সাবেকিয়ানা। মাঝে-মাঝে মনটাও তো চায়, দেখে আসি ডাকের সাজ, উজ্জ্বল স্বর্ণবর্ণা মুখে টানা-টানা চোখের মাকে। আর সেই ইচ্ছাই পূরণ হবে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোয়ে গেলে।

আসুন দেখে নিই, এবার পুজোয় কোন-কোন বনেদি বাড়িতে আপনাকে একবার মাতৃদর্শন করতেই হবে।

১) জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ বাড়ির পুজো

কথায় আছে মা মর্তে এসে গয়না পড়েন জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁর বাড়িতে, ভোজ করেন কুমারটুলীর অভয়চরণ মিত্রের বাড়িতে ও রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়ীতে। তাই এই তিন একসূত্রে বাঁধা বাড়িতে না গেলেই নয়।

২) সাবর্ণ রায়চৌধুরীর পুজো

বরিষার সাবর্ণ রায়চৌধুরীদের পুজো এই শহরে সবচেয়ে প্রাচীন – শুরু হয়েছিল ১৬১০ খ্রিষ্টাব্দে।

৩) রানী রাসমণির পারিবারিক পুজো

রামকৃষ্ণ পরমহংস স্বয়ং এখানে নিমগ্ন হতেন মাতৃআরাধনায়। জানবাজারের বাড়িতে আজও পুজো হয়ে চলেছে লোকমাতার জগন্মাতার।

৪) ছাতুবাবু লাটুবাবুর পুজো

বাংলার প্রথম কোটিপতি ব্যবসায়ী রামদুলাল দে ১৭৭০ সালে শুরু করেন এই পুজো। এখানে মায়ের মূর্তির পাশে আছে তাঁর দুই সহচরীর মূর্তিও – জয়া ও বিজয়া।

৫) মল্লিক বাড়ির পুজো

দক্ষিণ কলকাতার অন্যতম এই বনেদি বাড়িকে মানুষ চেনেন জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক – কোয়েল মল্লিকের বাড়ি হিসেবে। ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর ঐতিহ্য আজও অটুট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

হেরিটেজ উইক উপলক্ষে চলছে দুর্গা ফেস্টিভাল
FacebookWhatsAppEmailShare
বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারে বার্লিন পাড়ি বাংলার
FacebookWhatsAppEmailShare
শিল্পীরা ব্রাত্যই থাকলেন দুর্গা পুজো কার্নিভালে
FacebookWhatsAppEmailShare