বাংলা বিভাগে ফিরে যান

পাহাড়ে চাপে বিজেপি,হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

মার্চ 18, 2024 | < 1 min read

এখনও পর্যন্ত দার্জিলিংয়ের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। গতবার রাজু বিস্তাকে প্রার্থী করেছিল বিজেপি। তাতে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা। এবার কাকে প্রার্থী করা হবে তা নিয়ে আলোচনা চলছে। কোনও অঘটন না ঘটলে দার্জিলিং লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বিনয় তামাং। এখনও পর্যন্ত কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি গেরুয়া শিবির। কিন্তু তার আগেই দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে উত্তেজনা।

বিজেপি দার্জিলিং কেন্দ্রে প্রার্থী না করলে তিনি নির্দল হিসাবে দাঁড়াবেন’, এমনটাই দাবি করলেন দার্জিলিং-এর বিধায়ক নীরজ জিম্বা। এর আগে কার্সিয়াং-এর বিধায়ক বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা দলীয় প্রার্থী নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘ভূমিপুত্র প্রার্থী না দেওয়া হলে তিনি নির্দল হিসাবে মনোনয়ন জমা দেবেন।’ প্রতিবছর প্রার্থী বদল করেও এই কেন্দ্র বিজেপি এর দখলেই গিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির একাংশ মনে করছে এবারও প্রার্থী বদল করা হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare