দেশ বিভাগে ফিরে যান

লোকসভা প্রার্থী নির্বাচনে বিজেপির নারী শক্তি শতাংশের হিসাবে ১৪%

মার্চ 2, 2024 | < 1 min read

১৯৫ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। তাঁদের মধ্যে মাত্র ২৮ জন মহিলা। লোকসভা প্রার্থী নির্বাচনে বিজেপির নারী শক্তি শতাংশের হিসাবে ১৪%। আর বাংলায় ২০ জনের মধ্যে মাত্র ৩ জন মহিলা। বাংলায় নারী শক্তি শতাংশের হিসাবে ১৫%। শোনা গিয়েছিলো বিজেপি এ বার দেশে এক তৃতীয়াংশ মহিলা প্রার্থী দিতে চায়। সেই মর্মে এমনকি রাজ্যেও নির্দেশও এসেছিলো কেন্দ্রীয় নেতৃত্বের।

এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘আমাদের দলে প্রার্থী বাছাই করেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে মহিলাদের সম্মান এবং সুযোগ দেওয়ার বিষয়ে অন্য কোনও দলের সঙ্গে তুলনা চলে না বিজেপির।’’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে ২০১৯ সালে এই রাজ্যে বিজেপি পাঁচ জন মহিলা প্রার্থী দিয়েছিল। বাংলায় ৩৩ শতাংশ আসন মানে ১৪।

মানে এখন বিজেপিকে আরও ১১টি আসনে মহিলা প্রার্থী দিতে হবে। নারী সংরক্ষণ নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু বাস্তব ছবিটা একেবারে বিপরীত। সম্প্রতি পাঁচ রাজ্য়ে বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেস যত মহিলা প্রার্থী দিয়েছে শতাংশের হিসাবে তা ১২ শতাংশেরও কম।

এদিকে সংসদে এবারই পাশ করা হয়েছে মহিলা সংরক্ষণ বিল। আর সেখানে ৩৩.৩৩ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরজি কর মামলার শুনানির মধ্যেই নভেম্বরে অবসর প্রধান বিচারপতির, কী কী মামলা রয়েছে তাঁর অধীনে
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare