দেশ বিভাগে ফিরে যান

ভারত জুড়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদরা

এপ্রিল 25, 2024 | < 1 min read

বিজেপির শক্ত ঘাঁটি বলা হয় উত্তর ভারতকে। পশ্চিমের মহারাষ্ট্রেও জায়গা বেশ পাকাপোক্ত গেরুয়া শিবিরের। অথচ বিহার, মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মত রাজ্যেও জনগণের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপি সাংসদদের।

এই ক্ষোভ শুধু বিজেপি সাংসদদের নিয়ে নয়, এনডিএর জোটসঙ্গী দলের নেতারা প্রচারে গেলে একই ক্ষোভের সম্মুখীন হচ্ছেন।

২০১৪ এবং ২০১৯এ বিজেপির যারা সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তাদেরকে পাওয়া যায়নি এলাকায়। এরকম বহু সাংসদকে ছেঁটে ফেলেছে খোদ গেরুয়া হাইকমান্ড।

মধ্যপ্রদেশের চম্বল এলাকায়, মোরেনা, ভিন্দ, গুনায় বিজেপিকে স্থানীয় এমপির গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছে। রাজস্থানের পাঁচ জেলায় বিজেপি প্রার্থীদের বিভিন্ন গ্রামে প্রচার করতে গিয়ে ফিরে আসতে হয়েছে। কারণ, পদযাত্রা অথবা ছোট পথসভায় ভিড় ছিল না এবং এমনকী স্থানীয় বিজেপি নেতাকর্মীরাও অনেক ক্ষেত্রে অংশ নিতে আসেননি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অমিত শাহের সঙ্গে কয়লা মাফিয়া দেখা করলেন
FacebookWhatsAppEmailShare
সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশনামা কমিশনের!
FacebookWhatsAppEmailShare
পিছিয়ে গেলো কমিশন-ইন্ডিয়া জোটের বৈঠক
FacebookWhatsAppEmailShare