NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

খবর বিভাগে ফিরে যান

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা

নভেম্বর 27, 2024 < 1 min read

কেন্দ্রীয় সরকারের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে এক কোটি ৬০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়েক ৷ এরপর প্রতারণার অভিযোগে গ্রেফতার হল নবারুণ ও তাঁর স্ত্রী ৷ বিজেপি নেতা নবারুণ নায়েক-সহ ছ’জনের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল ৷ এদিকে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সামনে এসেছে ৷

সেই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদও চলছিল দীর্ঘদিন ধরে । অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়ক ৷

এই টেন্ডার দুর্নীতি মামলায় অসমের চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৷কলকাতার গড়িয়ার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত ও তাঁর সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের বাসিন্দা ভাস্কর মণ্ডল দু’জন বুঝতে পারেন তাঁরা টেন্ডার নিয়ে প্রতারণার শিকার হয়েছেন৷ তখনই তাঁরা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের ভিত্তিতে নবারুণ নায়েককে তমলুক থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ কিন্তু তিনি তা এড়িয়ে যান বলে অভিযোগ৷এদিন চতুর্থ বার পুলিশি জেরার মুখোমুখি হন বিজেপি নেতা ও তাঁর স্ত্রী ৷ তখনই একাধিক অসঙ্গতি ধরা পড়ে ৷ এরপরই সন্ধ্যায় তমলুক থানা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নবারুল নায়ক ও তার স্ত্রী তনুশ্রী নায়ককে গ্রেফতার করে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

প্রয়াত “সিলিকন ভ্যালি”র প্রতিষ্ঠাতা, প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ

FacebookWhatsAppEmailShare

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়

FacebookWhatsAppEmailShare

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...