‘আবাস যোজনা’র নাম করে মানুষকে মিথ্যা টোপ বিজেপির
‘আবাস যোজনা’য় দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যে ভোটের মরশুমে মানুষকে মিথ্যা টোপ দিয়ে কাছে পেতে চাইছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের ১১ লক্ষ আবাস-উপভোক্তাকে ফোন করে নতুন করে আবেদন করার টোপ দিচ্ছে বিজেপি।
বঙ্গ বিজেপির নাম করে ফোনের মাধ্যমে বলা হচ্ছে, ‘ফের নতুন করে অনলাইনে আবেদন করুন! বার্তা পৌঁছে যাবে মোদি সরকারের কাছে। মিলবে আপনার প্রাপ্য টাকা।’ লোকসভা ভোট নির্ঘণ্ট প্রকাশের পর বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যাচ্ছে এই বার্তা।
ইতিমধ্যেই হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদীয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন ফোনবার্তা আসার খবর মিলেছে। নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর এই প্রতিশ্রুতি কীভাবে বিলি করা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপভোক্তারাই।