বাংলা বিভাগে ফিরে যান

নির্বাচনে প্রচারের নামে ধর্মীয় বিভাজন করছে বিজেপি, অভিযোগ দেশ বাঁচাও গণমঞ্চের

মে 5, 2024 | < 1 min read

বাংলার প্রায় প্রথম সারির সমস্ত দৈনিকেই একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, “সনাতন বিরোধী তৃণমূল।” এর প্রতিবাদ জানিয়ে গণমঞ্চের প্রতিনিধিরা শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। যারা এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা কমিশনের কাছে দাবি জানান।

প্রতিনিধি দলে ছিলেন পূর্ণেন্দু বসু, সুদেষ্ণা রায়, রন্তিদেব সেনগুপ্ত, অধ্যাপক দীপঙ্কর দে, প্রদীপ্ত গুহ ঠাকুরতা, অরূপ শঙ্কর মৈত্র, প্রসূন ভৌমিক ও সিদ্ধব্রত দাস।পূর্ণেন্দু বসু বলেছেন, “বিজ্ঞাপনে বিজেপি লিখেছে স্বামী বিবেকানন্দের বাংলায় সনাতন ধর্মের সম্মানহানি হয়েছে।

ওরা জানে না আমরা বাঙালিরা যেভাবে ধর্মাচরণ করি স্বামী বিবেকানন্দ সে ধর্মাচরণের কথাই বলে গিয়েছে। ”গণমঞ্চের প্রতিনিধিরা বলেছেন যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা দেশের সংবিধান এবং আইনের পরিপন্থী। এইরকম বিজ্ঞাপন দেশের সম্প্রীতি এবং ঐক্য নষ্ট করছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare