২০২৩-২৪ অর্থবর্ষে কোন দল কত অনুদান পেল
ডিসেম্বর 26, 2024 < 1 min read
২০২৩-২৪ অর্থবর্ষে বিজেপি লোক, ট্রাস্ট এবং কর্পোরেট হাউস থেকে অনুদান হিসাবে ২,২৪৪ কোটি টাকা পেয়েছে। যা গত অর্থবর্ষের প্রাপ্ত অনুদানের চেয়ে তিনগুণ বেশি। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে প্রায় ২৮৯ কোটি টাকা। এই দুই দল উভয়ই প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে সর্বাধিক অনুদান পেয়েছে যা বিজেপিকে ৭২৩ কোটি টাকা এবং কংগ্রেসকে ১৫৬ কোটি টাকা দিয়েছে। অতএব, এবছর বিজেপি কংগ্রেসের থেকে ৭৭৬.৮২% বেশি অনুদান পেয়েছে।
গত অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ সালে কংগ্রেস পেয়েছিলো ৭৯.৯ কোটি টাকা। সোজা কথায়, ২০২৩-২৪ সালে বিজেপির অনুদানের প্রায় এক তৃতীয়াংশ এবং কংগ্রেসের অর্ধেকেরও বেশি অনুদান এসেছে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে। এই অর্থবর্ষে ৫৮০ কোটি টাকা পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিআরএস, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের দল।
নিয়ম অনুসারে, রাজনৈতিক দলগুলিকে শুধুমাত্র তাদের বার্ষিক অডিট রিপোর্টে এই বিবরণগুলি ঘোষণা করতে হবে. ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করেছিল। এরপর থেকে রাজনৈতিক দলগুলোর তহবিলের সবচেয়ে বড় উৎস সরাসরি অর্থ বা নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে প্রাপ্ত অর্থ।
কিছু আঞ্চলিক দল ২০২৩-২৪-এর জন্য তাদের অবদানের প্রতিবেদনে স্বেচ্ছায় নির্বাচনী বন্ডের মাধ্যমে তাদের প্রাপ্তি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে BRS, যা বন্ডে ৪৯৫.৫ কোটি টাকা পেয়েছে; ডিএমকে পেয়েছে ৬০ কোটি টাকা এবং ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ১২১.৫ কোটি টাকা। জেএমএম বন্ডের মাধ্যমে ১১.৫ কোটি টাকা পেয়েছে।
#Electoral Bond, #All India Trinamool Congress, #BJP, #Indian National Congress
7 days ago
1 week ago
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? - NewszNow
বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন? NewszNow অর্থনীতি -1 week ago
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের - NewszNow
আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের NewszNow বিনোদন -1 week ago
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক - NewszNow
আম্বেদকরকে অপমান অমিত শাহর: প্রিভিলেজ মোশন দাখিল করলেন তৃণমূলের ডেরেক NewszNow দ...1 week ago