রাজনীতি বিভাগে ফিরে যান

তৃণমূলের দিল্লি চলো নিয়ে আতঙ্কে বিজেপি

অক্টোবর 1, 2023 | < 1 min read

রাজ্যের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে দু’দিনের কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। সেই ঘোষিত কর্মসূচির দিনই কাকতালীয় ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শমন পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর যখন দেখা যায় কর্মসূচি ঠেকানো সম্ভব হচ্ছে না, তখন একে একে বাতিল হতে থাকে প্লেন-ট্রেন।

১লা অক্টোবর বিকেলে দিল্লির উদ্যেশ্যে বিমান ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিমানে ওঠার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘‘গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ দিল্লিতে থাকা সত্ত্বেও বঞ্চিতদের সঙ্গে দেখা করছেন না। সেখানে তিনি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন। গত এপ্রিল মাসে আমরা ২৫-২৬ জন সাংসদ নিয়ে তাঁর কাছে গিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে তা-ও দেখা করেননি। আসলে তিনি বঞ্চিত, অবহেলিতদের কথা শুনতে চান না।’’

আজ দিল্লিতে স্ট্রাটেজি মিটিংয়ে ঠিক করা হবে ধর্ণার গতিপ্রকৃতি। ২রা অক্টোবর রাজঘাটে একত্রিত হবে তৃণমূল কর্মী এবং নেতৃত্ব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শিশু দিবসে পন্ডিত নেহরুকে শ্রদ্ধার্ঘ্য তৃণমূল, বিজেপি, কংগ্রেসের
FacebookWhatsAppEmailShare
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার
FacebookWhatsAppEmailShare
বিক্ষিপ্ত ঘটনা বাদে উপনির্বাচন শান্তিপূর্ণই
FacebookWhatsAppEmailShare