তৃণমূলের দিল্লি চলো নিয়ে আতঙ্কে বিজেপি
রাজ্যের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে দু’দিনের কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। সেই ঘোষিত কর্মসূচির দিনই কাকতালীয় ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শমন পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর যখন দেখা যায় কর্মসূচি ঠেকানো সম্ভব হচ্ছে না, তখন একে একে বাতিল হতে থাকে প্লেন-ট্রেন।
১লা অক্টোবর বিকেলে দিল্লির উদ্যেশ্যে বিমান ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিমানে ওঠার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘‘গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ দিল্লিতে থাকা সত্ত্বেও বঞ্চিতদের সঙ্গে দেখা করছেন না। সেখানে তিনি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করছেন। গত এপ্রিল মাসে আমরা ২৫-২৬ জন সাংসদ নিয়ে তাঁর কাছে গিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে তা-ও দেখা করেননি। আসলে তিনি বঞ্চিত, অবহেলিতদের কথা শুনতে চান না।’’
আজ দিল্লিতে স্ট্রাটেজি মিটিংয়ে ঠিক করা হবে ধর্ণার গতিপ্রকৃতি। ২রা অক্টোবর রাজঘাটে একত্রিত হবে তৃণমূল কর্মী এবং নেতৃত্ব।