দেশ বিভাগে ফিরে যান

ব্রিজভূষণের বদলে তাঁর ছেলেকে প্র্রার্থী করলো বিজেপি

মে 2, 2024 | < 1 min read

সকাল থেকেই চলছিল জল্পনা, বিকেলে তা সত্যি হল। ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং, যে নাকি গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে তাকে সরিয়ে তার জায়গায় প্রার্থী করা হল তার ছেলেকে।

উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের একাধিকবারের সাংসদ ব্রিজভূষণ। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি সমাজবাদী পার্টি আর নির্দলের হয়ে টিকিটে লড়ে জিতেছেন। সূত্রের দাবি, কাইজারগঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়বেন তাঁর ছেলে করণভূষণ সিং। আগামী ২০মে কাইজারগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। ২৬ তারিখ থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে ওই এলাকায়, ৩ মে শেষ তারিখ।

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে মামলা চলছে। দেশের সেরা কুস্তিগিররা রাস্তায় নেমে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। তাই একপ্রকা চেইপ পরেই তাকে আর প্রার্থী রাখল না গেরুয়া শিবির। শোনা যায়, প্রভাবশালী এই জাঠ নেতাকে উপেক্ষা করা কঠিন। তাই বাধ্য হয়েই তাঁর পরিবারের লোককেই টিকিট দিতে বাধ্য হয়েছে বিজেপি, বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare