২৫টি জেলায় সভাপতির নাম ঘোষণা বিজেপির, জেলা সভাপতি নিয়ে অসন্তোষ পদ্মে
মার্চ 17, 2025 2 min read

সাংগঠনিক রদবদলের ঘোষণা করল বিজেপি ৷ রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা করা হল বঙ্গ বিজেপির তরফে ৷ শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ৷ পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা ৪৩ ৷ তার মধ্য়ে ২৫টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা হল ৷ বাকি 18টি জেলায় কবে ঘোষণা করা হবে নাম, সেই নিয়ে গেরুয়া শিবিরের তরফে কারও কোনও বক্তব্য মেলেনি ৷ সূত্রের খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি ঘোষণা হতে পারে নতুন রাজ্য সভাপতির নাম । আর তারপর পরের ধাপে বাকি ১৮ জন জেলা সভাপতির নাম ঘোষণা করা হতে পারে।
প্রসঙ্গত, যাদের নাম বিজেপির জেলা সভাপতির তালিকায় যুক্ত করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই বহুদিন ধরে দলের একনিষ্ঠ কর্মী । অনেকেই আবার দীর্ঘদিনের আরএসএস সদস্য । তাই এই তালিকার প্রথম ধাপের ২৫ জনের নামের থেকে স্পষ্ট যে, সম্প্রতি দিল্লিতে আরএসএস-এর প্রভাবে যে ব্যাপক গেরুয়া ঝড় উঠেছিল, সেই মডেলই কিছুটা বঙ্গে ব্যবহার করতে চাইছে বিজেপি । কারণ আগামী বিধানসভা নির্বাচনে যেভাবেই হোক বঙ্গে ভালো ফল করতে হবে বিজেপিকে ।
সেই জন্য কৌশল কিছুটা হলেও পরিবর্তন করে অনেকটা রাশ যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হাতেই থাকবে তা বলাই বাহুল্য। জেলার সভাপতির নাম ঘোষণা হওয়ার পরে ২৪ ঘণ্টা কাটতে না–কাটতেই প্রকাশ্য এলো অসন্তোষ। গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শ্যামল রায়কে জেলা সভাপতি করা হয়েছে।
শ্যামলের নাম ঘোষিত হতেই এই জেলার বিজেপির একাংশ প্রকাশ্যে প্রতিবাদে সরব হয়েছেন।
এই বিক্ষুব্ধ অংশের বক্তব্য, শ্যামল অতীতে আরএসপিতে ছিলেন, সেখান থেকে তিনি জোড়াফুলে নাম লেখান। পরে আবার জোড়াফুল ছেড়ে বিজেপি এসেছিলেন। এই নেতাকে জেলা সভাপতি করায় আদি বিজেপি নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এই নিয়ে শ্যামল কোনও মন্তব্য করতে চাননি।



