বিনোদন বিভাগে ফিরে যান

২০২৩-এর সেরা অকমার্শিয়াল সিনেমা-সিরিজ

ডিসেম্বর 31, 2023 | < 1 min read

পাঠান, জওয়ান, অ্যানিমাল, গদর, লিওতে মজে ছিল ২০২৩। এই সুপারহিট সিনেমাগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিকে একপ্রকার বাঁচিয়েই দিয়েছে। কিন্তু এর মধ্যেও ছাপ ছেড়ে গেছে বেশ কিছু অপেক্ষাকৃত ছোট ছবি এবং সিরিজ।

চম্বলের ছেলে মনোজ শর্মার আইপিএস হয়ে ওঠার গল্প নিয়ে টুয়েলভথ ফেল মনে দাগ কেটেছিল সবার। মনোজ বাজপেয়ীর জোরামও একইরকমভাবে মুগ্ধ করেছে দর্শকদের। অক্ষয় কুমার – পঙ্কজ ত্রিপাঠীর OMG ২ সুপারহিটও হয়েছে এবং সামাজিক বার্তাও দিয়েছে। জি ৫এ মুক্তি পাওয়া কড়ক সিংয়ে পঙ্কজ ত্রিপাঠী, জয়া আহসানদের অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

পুজোয় মুক্তি পাওয়া বাংলা ছবি রক্তবীজ, বাঘা যতীন, দশম অবতার বক্স অফিসে ভালো ফল করেছে। অর্ধাঙ্গিনী দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।

ওটিটি প্ল্যাটফর্মে স্কুপ, অসুর ২, সাস বহু ঔর ফ্লামিঙ্গ মন জয় করেছে দর্শকদের। আবার প্রলয় নিয়ে তো আলাদা করে বলার মত কিছু নেই, শাশ্বত চট্টোপাধ্যায় একাই একশো। গানস অ্যান্ড গুলাবস, কোহরা এবং শিকারপুর প্রশংসা পেয়েছে।

জানে জান ছবির মাধ্যমে করিনা কাপুরের কামব্যাক তাক লাগিয়ে দিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দূরদর্শনের লোগোর ইতিহাস
FacebookWhatsAppEmailShare
তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়লেন মিমি, নুসরত
FacebookWhatsAppEmailShare
ঘাটালের প্রার্থী আবারও দেব
FacebookWhatsAppEmailShare