বাংলা বিভাগে ফিরে যান

ভোটের জন্য এখনও প্রস্তুত নয় বঙ্গ বিজেপি

জানুয়ারি 11, 2024 | < 1 min read

BJP WB: বিজেপির কর্মসূচি সফল করতে জেলায় জেলায় কর্মশালা, আপত্তি জানিয়ে  হাইকোর্টের দুয়ারে তৃণমূল - UNLive

সামনেই লোকসভা নির্বাচন। অথচ ভোটের জন্য এখনও প্রস্তুত নয় বঙ্গ বিজেপি।বাংলায় বিজেপির ইনচার্জ কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে ভোটের প্রস্তুতি বৈঠকে এমনই মন্তব্য করলেন। বুথ পর্যায়ে পার্টির ‘ভিত’ কতটা পোক্ত সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে বুথে বুথে গেরুয়া শিবিরের কর্মীদের উপস্থিতি নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়। সেখানে বলা হয়, এই মুহূর্তে বাংলার ৬২ হাজার ২৮১টি বুথে অন্তত একজন করে পদ্ম পার্টির কর্মী রয়েছেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল থেকে মঙ্গল পান্ডে—প্রত্যেকেই অতীতে রাজ্য বিজেপির পাঠানো রিপোর্টে ‘জল’ রয়েছে বলে ভর্ৎসনা করেছেন। এবার সুকান্ত মজুমদারও একই কথা বললেন। তাঁর সন্দেহ প্রকাশের পরেই রাজ্য নেতাদের উদ্দেশে মঙ্গল পান্ডে বলেন, ‘ফুটবল ৯০ মিনিটের খেলা। জিততে হলে ওই সময়ের মধ্যেই গোল করতে হবে। আপনাদের জন্য ভোট পিছিয়ে যাবে না। সময় খুব কম। কিন্তু সেই হিসেবে আপনাদের প্রস্তুতিতে খামতি রয়েছে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare