বাংলা বিভাগে ফিরে যান

অডিয়ো ক্লিপে ‘বেলাগাম’ বিধায়ক নিলাদ্রীশেখর দানা

মার্চ 1, 2024 | < 1 min read

ফের প্রকাশ্যে বিজেপির চরম গোষ্ঠীদ্বন্দ্ব। সুকান্ত মজুমদার আর সুভাষ সরকার এই দুজনকে নিশানা করে তির ছুঁড়েছেন বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। ফাঁস হওয়া অডিয়ো ক্লিপে সুভাষ সরকার সম্পর্কে বলতে শোনা গিয়েছে, ‘‘আমাদের সাংসদ তথা মন্ত্রী চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে পর্যন্ত তোলা আদায় করেন। ভদ্রতার মুখোশের আড়ালে তিনি সর্বত্রই এমনটা করে চলেছেন।’’ আবার সংশ্লিষ্ট অডিয়োর শুরুতে দলের সংগঠন নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে নিলাদ্রীশেখর দানাকে। শুরুতেই তিনি বলেন, ‘‘এ রাজ্যে দল এখন বিদ্যার্থী পরিষদ লাইনে চলছে। তাই বাচ্চা-বাচ্চা ছেলেদের সংগঠনের পদে বসিয়ে দেওয়া হয়েছে।’’ আবার সুকান্ত মজুমদার সম্পর্কে বলেছেন ‘‘শুধু মোদীর হাওয়ায় ভোটে জেতা যাবে না। ভোটে জিততে হলে কর্মীদের চাই। সুকান্ত মজুমদার বাঁকুড়ার মাটিকে কতটা চেনেন? কবার তিনি বাঁকুড়ায় এসেছেন?’’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
FacebookWhatsAppEmailShare
হকারদের জন্য সিদ্ধান্ত নেওয়া ১০ দফা
FacebookWhatsAppEmailShare
বিচার ব্যবস্থায় কোনরকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়: মমতা
FacebookWhatsAppEmailShare