NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

সদস্য সংগ্রহে পুরস্কারের টোপ, বিতর্কে বিজেপি বিধায়ক

ডিসেম্বর 27, 2024 < 1 min read

নির্দিষ্ট সংখ্যায় দলের সদস্য সংগ্রহ করতে পারলে মিলবে দলীয় পদ। এই ঘোষণার পর এবার সদস্য সংগ্রহে আর্থিক পুরস্কার ঘোষণা করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বিধায়ক নিজের ফেসবুক পোস্টে এই পুরস্কার ঘোষণা করতেই অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। সুযোগ পেয়ে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। বিধায়ক থেকে সাংসদ, দলের উঁচুতলা থেকে নীচু তলা সর্বস্তরে নির্দিষ্ট সংখ্যায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছে দল।

সূত্রের খবর, বাঁকুড়া বিধানসভায় যে সংখ্যক সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা এখনও ছুঁতে পারেনি বিজেপি নেতৃত্ব। ৩০ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট সেই লক্ষ্যমাত্রা ছুঁতে বিভিন্ন কৌশল নিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।সম্প্রতি সামাজিক মাধ্যমে দলের সকল সদস্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে নীলাদ্রিশেখর দানা সরাসরি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে বসেন।

লেখেন, বাঁকুড়া বিধানসভার যেসমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে ৩০ তারিখের মধ্যে ১৫০ জন করে সদস্য সংগ্রহ করবেন, তাদের একটি করে মোদী জ্যাকেট দেওয়া হবে। বিধায়কের এই পোস্ট সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলেছে। বিধায়কের দাবি, দলের কর্মীদের উৎসাহ দিতেই ওই পুরস্কার ঘোষণা করা হয়েছে।বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অবশ্য দাবি করেছেন, “সংবর্ধনা দেওয়া হয়, তবে এই ধরনের আর্থিক পুরস্কার প্রদানের কোনও ব্যবস্থা আমাদের দলে নেই। উনি কীভাবে বলেছেন জানা নেই, বিষয়টি নিয়ে খোঁজখবর নেব।”

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বাংলাদেশের হিন্দুদের উদ্দেশে পলায়ন নয়, পরাক্রমের বার্তা সংঘের

FacebookWhatsAppEmailShare

মুখ্যমন্ত্রী মমতার লেখা ৩২ গান নিয়ে হবে বিশেষ কনসার্ট

FacebookWhatsAppEmailShare

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো, স্বীকৃতি মমতার থিমে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...