রাজনীতি বিভাগে ফিরে যান

কোচবিহারের অনন্ত রায়ের আক্ষেপ ডাস্টবিনের মতো ফেলে রেখেছে বিজেপি

মার্চ 4, 2024 | < 1 min read

কোচবিহারের রাজবংশী ‘মহারাজা’ অনন্ত রায় বর্তমানে বিজেপির রাজ্যসভার সাংসদ। বাংলা থেকে রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেই অনন্ত মহারাজই এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন, তাও আবার ঠিক লোকসভা ভোটের আগেই। তিনি বলেছেন, ‘‘বিজেপি আমায় সাংসদ করেছে কিন্তু সম্মান দেয়নি।

ডাস্টবিনের মতো ফেলে রেখেছে। কোচবিহারের বিজেপি অফিসটাও আজ পর্যন্ত চোখে দেখিনি।’’ অমিত শাহের ফোন এসেছিল অনন্ত রায়ের কাছে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমায় অমিত শাহজি ফোন করেছিলেন। নো ইউটি, নো ভোট’ ক্যাম্পেন বন্ধ করতে হবে। আমার কথাই উনি শোনেননি। আমি এমন কোনও ক্যাম্পেন চলছে বলেও জানি না।

কারা করছে, তাঁরা রাজবংশী কি না সেটাও আমার জানা নেই। সে সব বলার সুযোগ না দিয়েই শাহ ফোন কেটে দেন।’’ অনন্ত রায়ের এই ক্ষোভ ঠিক লোকসভা ভোটের আগে বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কংগ্রেসের ঔদ্ধত্যই হারের মূল কারণ: সাকেত গোখলে
FacebookWhatsAppEmailShare
হরিয়ানা বিজেপির মুঠোয়, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
FacebookWhatsAppEmailShare
অসম তৃণমূলের দায়িত্বে এবার আইনমন্ত্রী মলয় ঘটক, ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare