অর্থনীতি বিভাগে ফিরে যান

কেন্দ্রের আর্থিক সমীক্ষা মিলছেনা বাস্তবের সঙ্গে, বিস্ফোরক অমিত মিত্র

ফেব্রুয়ারি 1, 2023 | < 1 min read

সমীক্ষা, প্রত্যাশা আর বাস্তবের মধ্যে বিরাট তফাৎ। বাজেটের আগেই কেন্দ্রের আর্থিক সমীক্ষাকে চাঁচাছোলা আক্রমণ করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও বাংলার মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থ-উপদেষ্টা অমিত মিত্র।

এবছর কেন্দ্রের আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে, আগামী অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৫%। আর্থিক সমীক্ষায় এও বলা হয়েছে, অমৃতকালে প্রবেশ করার আগে আমাদের অর্থনীতির সবকটা প্যারামিটার যথেষ্ট শক্তিশালী জায়গায়। বিশ্বব্যাপী মন্দার বিশেষ প্রভাব ভারতের অর্থনীতিতে পড়ছে না।

এর প্রত্যুত্তরে অমিত মিত্র জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষের আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছিল চলতি বছর জিডিপি বাড়বে ৯.২% হারে, যা বাস্তবে বেড়েছিল মাত্র ৭% হারে। অর্থাৎ প্রত্যাশা এবং বাস্তবের মধ্যে আকাশ-পাতাল ফারাক। একইভাবে বেকারত্বের হারের ক্ষেত্রেও এই পার্থক্য চোখে পড়েছে। ২০২০-২১ সালে দাবি করা হয়েছিল বেকারত্বের হার থাকবে ৪.২%, কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে দেখা গেল সেটা ৮.৩%। একইভাবে বাণিজ্য ঘাটতিতেও কেন্দ্রের প্রত্যাশা যে একেবারেই পূরণ হয়নি, সেটাও পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন অমিত মিত্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার
FacebookWhatsAppEmailShare
সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের
FacebookWhatsAppEmailShare
মোদি সরকারের আদানি প্রেম, ৪৫ হাজার কোটি টাকা মকুব!
FacebookWhatsAppEmailShare