দেশ বিভাগে ফিরে যান

সিএএ নিয়ে কড়া বার্তা অমর্ত্যের

এপ্রিল 18, 2024 | < 1 min read

মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রামমন্দির, সিএএ নিয়ে অমর্ত্য সেন বলেন, ‘‌এই ধরনের পদক্ষেপ দেশের ধর্মনিরপেক্ষ শিকড় এবং বহুত্ববাদী সাংস্কৃতিক প্রকৃতিকে ধ্বংস করবে। এটা দেশের ধর্মনিরপেক্ষ শিকড় এবং বহুত্ববাদী সাংস্কৃতিক প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’‌

বিরোধীদেরও রেয়াৎ করেননি তিনি। অমর্ত্য সেনের মতে, ‘ইন্ডিয়া জোট সেভাবে জনপ্রিয়তা আদায় করতে পারেনি। নীতীশ কুমার এবং জয়ন্ত চৌধুরীর মতো শরিকরা রাতারাতি বেরিয়ে গিয়েছেন। নিজেদের মধ্যে কোনও একতা নেই। ছন্নছাড়া হয়ে গিয়েছে ইন্ডিয়া জোট। একজোট হতে পারলে তারা আরও শক্তিশালী হতে পারত।’ সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘কংগ্রেসের অনেকগুলি সমস্যা রয়ে গিয়েছে। দলের গর্বিত অতীত তাদের পুনরুজ্জীবিত করতে পারে।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটপর্বে টাকা-মদ-মাদক উদ্ধারে শীর্ষে গুজরাট
FacebookWhatsAppEmailShare
নাগরিকত্বের আবেদনের বিষয়ে চুপ স্বরাষ্ট্র মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে বড় চ্যালেঞ্জ মানুষ’, বললেন প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare