বাংলা বিভাগে ফিরে যান

বরাহনগরে প্রার্থী খুঁজতে হন্যে হচ্ছে শাসক বিরোধী সকলেই

মার্চ 24, 2024 | < 1 min read

লোকসভা ভোটের পাশাপাশি বেশ কিছু বিধানসভাতেও ভোট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলার দুটি বিধাসভা ভগবানগোলা আর বরাহনগরে হবে উপনির্বাচন। তবে এখনও নাকি প্রার্থীই ঘোষণা করেনি শাসক দল।

বরাহনগর জুড়ে এখন একটাই প্রশ্ন, প্রার্থী কে হচ্ছে তাই নিয়ে কোন খবর আছে কিনা। জোড়াফুল শিবিরের স্থানীয় কর্তারা বলছেন, উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হলেই একসঙ্গে প্রচার শুরু হবে।

সম্প্রতি তিনবারের বিধায়ক তাপস রায় ওই পদে ইস্তফা দিয়ে দলবদল করার পর বরানগরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। পাশাপাশি তাঁর কোনও অনুগামী গেরুয়া শিবিরে নাম লেখাবেন কি না, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। তবে, এখনও পর্যন্ত বরানগরের আর কোনও তৃণমূল নেতা তাঁর পথে অগ্রসর হননি।

২০১১ সালের পর এই প্রথম নতুন কেউ তৃণমূলের বিধানসভার প্রার্থী হবেন। তাই এই নিয়ে সবারই কৌতূহল রয়েছে। শোনা যাচ্ছে। সজল ঘোষকে বরাহনগর থেকে দাঁড় করতে পারে গেরুয়া শিবির।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare
দশমীর দিন শুক্ত, মাছ, ভাত খাইয়ে মা দুর্গাকে বরণ করা হয় রানাঘাটের ঘোষবাড়িতে
FacebookWhatsAppEmailShare
নবমীর রাতে আগমনী শুনিয়ে দেবী দুর্গাকে জাগিয়ে রাখতে হয়
FacebookWhatsAppEmailShare