NEWSZNOW বাংলা

২৩ মার্চ, ২০২৫ ...

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

৭৫ দিনে ১২ লক্ষ মানুষকে পরিষেবা, শেষ হলো অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি

মার্চ 21, 2025 < 1 min read

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয় প্রকল্প’ স্বাস্থ্যক্ষেত্রে নজির গড়ল এই বাংলার বুকে। টানা ৭৫ দিন ধরে নিঃখরচায় সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা! উপকৃত হলেন ১২ লক্ষেরও বেশি মানুষ। ডায়মন্ড হারবারে শেষ হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি। গত বছরের নভেম্বরে নিজের লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবারের নয়া কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক। এরপর চলতি বছরের ২ জানুয়ারি থেকে শুরু কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘একটি পুরনো প্রবাদ আছে যে প্রতিটি পর্দার পতন হতে হবে, প্রতিটি অনুষ্ঠানের অবসান হতে হবে। কিন্তু সেবাশ্রয় সেই প্রবাদ বাক্যকে মানতে অস্বীকৃতি জানায়।


আজ, এই ৭৫ দিনের যাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, এর আসল প্রভাব সকলে সামনে উন্মোচন হয়েছে। সেবাশ্রয় সমস্ত বাধা ভেঙে দিয়েছে, হতাশা এবং আশার মধ্যে ব্যবধান কমিয়ে দিয়েছে। অগণিত মানুষ যারা কোনওদিন ভাবতে পারেনি, এমনভাবে চিকিৎসা পরিষেবা পেতে পারে, আজ তাদের সমস্ত কষ্ট দূর হয়েছে। এই প্রকল্প একটি অসাধারণ উচ্চতা ছুঁয়েছে।

১২,৩৫,৭৭৩ জন রোগী সেবাশ্রয়ের মাধ্যমে চিকিৎসা সেবা পেয়েছেন। আজই, ৬৯,০৫৭ জন ব্যক্তি আমাদের মেগা ক্যাম্পে প্রবেশ করেছেন, ৫৯,১৭৫ জন ডায়াগনস্টিক পরীক্ষা করেছেন, ৭৪,৮৪৩ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন এবং ১১৫ জন গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে’। অভিষেকের আরও সংযোজন, আমি এই প্রকল্পের সঙ্গে জড়িত সকল ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং স্বেচ্ছাসেবকদের জনগণকে নিষ্ঠার সঙ্গে এই অক্লান্ত পরিষেবা দেওয়ার জন্য আমার আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা এবং সালাম জানাই। ‘সেবাশ্রয়’ তোমাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া সম্ভব হত না। ডায়মন্ড হারবার, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সেবায় নিয়োজিত থাকব।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সিপিএমের ‘ডিপি’তে মমতার পছন্দের রং নীল সাদা

FacebookWhatsAppEmailShare

‘বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব,’ ফের বেলাগাম দিলীপ ঘোষ

FacebookWhatsAppEmailShare

পুলিশের পোস্টিং – বদলির নয়া নিয়ম অনলাইনে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...