মানুষের মন জয় করেছে সেবাশ্রয়,লক্ষাধিক মানুষকে নিখরচায় চিকিৎসা পরিষেবা
জানুয়ারি 9, 2025 < 1 min read
সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার করে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন ‘সেবাশ্রয়’ কর্মসূচি। ৭৫ দিনের এই কর্মসূচি। ডায়মন্ডহারবারের প্রতিটি বিধানসভায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হবে। প্রথম পর্বে ডায়মন্ডহারবারের ৪১টি জায়গায় শুরু হয়েছে এই শিবির। উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেতে প্রতিদিনই সব বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এই শিবিরে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাত্র সাত দিনের মধ্যে একটি বিধানসভায় ১ লক্ষ ৭ হাজার ৫৭০ জনকে সেবাশ্রয়ের মাধ্যমে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান এবং প্রকল্পের সঙ্গে যুক্ত সকলের নিরলস প্রচেষ্টা ছাড়া এই কাজ সম্ভব হতো না। জনগণের সেবায় সকলের নিষ্ঠা ও অঙ্গীকারই এটা সম্ভব করেছে। এটি সর্বকালের রেকর্ড। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল সাংসদ জানিয়েছেন, ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে সেবাশ্রয় শিবিরে ১ লক্ষ ৭ হাজার ৫৭০টির বেশি রেজিস্ট্রেশন হয়েছে। শুধুমাত্র ৮ তারিখ বিকেল পর্যন্তই ২৬ হাজার ৮১ জন চিকিৎসা পরিষেবার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। অভিষেকের দাবি, এটা সর্বকালীন একটা রেকর্ড। এই সাফল্যের জন্য ডাক্তার, নার্স, ল্যাব কর্মী সহ ভলেন্টিয়ারসদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ”এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।” অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।