ডাক্তারদের প্রাইভেট প্র্যাক্টিস করতে হলে কী কী শর্ত মানতে হবে? জানাল স্বাস্থ্য দফতর
জানুয়ারি 7, 2025 < 1 min read
![](https://newsznow.in/wp-content/uploads/2024/05/Swasta-copy-1024x576.webp)
সরকারি হাসপাতালে কাজ করা চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে আগেই বিধি নিষেধ ছিল। এবার নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সোমবার এই নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে শর্ত। কোন চিকিৎসকরা প্র্যাকটিস করতে পারবেন, কোথায় রোগী দেখা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। ‘নো অবজেকশন’ নেওয়ার কথাও বলা হয়েছে।
মূলত সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্যই এই নয়া নির্দেশিকা স্বাস্থ্য ভবনের। এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য অর্থাৎ হাসপাতালের বাইরে চেম্বারে রোগী দেখার জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে জানানো হয়েছে, নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স বা এনপিএ গ্রহণ করলে মিলবে না ওই এনওসি। অর্থাৎ যাঁরা এনপিএ নেবেন, তাঁরা হাসপাতালের বাইরে রোগী দেখতে পারবেন না। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার কাছে থেকে অনুমতি নিতে হবে।
তারপরই মিলবে প্রাইভেট প্র্যাক্টিসে ছাড়পত্র। তবে পোস্টিং অর্থাৎ কর্মস্থলের ২০ কিলোমিটারের বাইরে প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। সরকারি জায়গা বা কোয়ার্টারেও প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে।এমন নয় যে এই নিয়ম নতুন। বাম জমানা থেকেই এই নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বহু ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করেন। সরকারি হাসপাতালে যতটা সময় দেওয়ার কথা অনেকেই তা দেন না বা ফাঁকিবাজি করেন বলেও অভিযোগ। প্রথামতো নবান্ন পুরনো বিজ্ঞপ্তি ফের প্রকাশ করেছে।
![facebook](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/facebook.png)
![youtube](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/youtube.png)
![twitter](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/x.png)
![instagram](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/ig.png)
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
tinyurl.com
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
tinyurl.com
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -