মনমোহনের প্রয়াণে চুপ বহু সেলেব,বিনোদন ও ক্রীড়া জগতকে খোঁচা অভিষেকের
ডিসেম্বর 30, 2024 2 min read
বৃহস্পতিবার রাতে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ক্যালিফোর্নিয়া থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ের আসতে সময় লাগবে বলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় শনিবার। সেইদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। সব কাজ সম্পন্ন হওয়ার পর এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে ‘আইকন’দের চুপ থাকা নিয়ে এবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘ভারত তার অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ডঃ মনমোহন সিংহকে হারাল। যাঁর অসীম জ্ঞান এবং দৃষ্টিভঙ্গীপূর্ণ নেতৃত্ব জাতির অর্থনীতি পুনর্গঠিত করেছে।
১৯৯১ সালে অর্থনৈতিক সংস্কারের রূপকার হিসেবে তাঁর অবদান অপরিসীম, যা ভারতের বিকাশ ও বৈশ্বিক স্বীকৃতি অর্জনের পথ সুগম করেছে।রাজনৈতিক ক্ষেত্রে দলমত নির্বিশেষে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। তবে, খেলা ও সিনেমা জগতের ‘রোল মডেল’-রা যেভাবে এক্ষেত্রে নীরবতা পালন করলেন, তা দুঃখজনক। ডঃ সিংয়ের প্রয়াণে এই সব মানুষজনের নীরবতা, তাঁদের অগ্রাধিকার, দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে। বর্তমানে জাতীয় স্তরের নানা ইস্যুতে এই সব ‘আইকন’-দের চুপ থাকা ট্রেন্ডে পরিণত হয়েছে।
আর সেই থেকেই এক্ষেত্রেও সরকারের ভয়েই নীরবতা, তা বোঝা যাচ্ছে।’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সাফ দাবি, শুধু মনমোহনের মৃত্যুতে নয়, যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন তাঁরা দেশের অন্যান্য ইস্যুতেও কোন কথা বললেন না। উদাসীন মোনভাব বজায় থাকে তাঁদের। তিনি বলেন, ‘এমন উদাসীনতা নতুন নয়। কৃষক আন্দোলন, সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদ এবং মণিপুরের বর্তমান সংকটেও এসব ব্যক্তিত্ব চুপ থেকেছেন। এমন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সামনে তাঁদের নীরবতা সাধারণ মানুষের সংগ্রামের প্রতি এক উদ্বেগজনক বিমূখতার চিত্র তুলে ধরে। তাঁরা জনগণের জন্যই খ্যাতি ও প্রতিপত্তি অর্জন করেছেন। কিন্তু যখন তাঁদের দেশের পাশে দাঁড়ানোর দরকার, অবস্থার স্পষ্ট করা দরকার তখন তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না।’