‘কোথাও যাচ্ছি না’, টেস্টে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত
জানুয়ারি 4, 2025 < 1 min read
সিডনি টেস্টে তিনি কেন বাইরে? ব্যাখ্যা দিলেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘আমিই সরে দাঁড়িয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। ফর্মের বাইরে থাকা খেলোয়াড়দের এখানে খেলানো যায় না। এই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে কঠিন ছিল। তবে, সবদিক চিন্তা করে বলব যে সিদ্ধান্তটা বুদ্ধিমানের মতই নেওয়া হয়েছে।’ এর আগে সিডনি টেস্টে রোহিতের বিশ্রাম নেওয়া নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়।
মূলতঃ তিনটি কারণ সেই জল্পনায় ভেসে উঠেছিল। ১) তিনি নিজেই সরে গিয়েছেন। ২) রোহিত নিজেই বিশ্রাম নিয়েছেন। ৩) রোহিতকে বাদ দেওয়া হয়েছে। সব উড়িয়ে রোহিত বলছেন, “আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যেহেতু রান পাচ্ছিলাম না, তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। কোনও নিশ্চয়তা নেই যে আগামী ২-৫ মাসে রান আসবে কিনা। আমি প্রচুর ক্রিকেট খেলেছি।
দেখেছি যে, জীবন রোজ বদলায়।” এরপরই সমালোচকদের একহাত নিয়ে রোহিত বলেন, “আমি বাস্তব নিয়ে ভাবছি। যারা ধারাভাষ্য দিচ্ছে বা ল্যাপটপ নিয়ে অনেক কিছুই লিখছে, তারা ঠিক করে দেবে না আমি কীভাবে জীবন কাটাব।”
6 days ago
6 days ago
6 days ago
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে - NewszNow
আদানিকাণ্ড ‘ফাঁস করা’ হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হচ্ছে NewszNow অর্থনীতি -6 days ago
6 days ago
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল - NewszNow
বিজেপি বিরোধিতায় আপের পাশে তৃণমূল NewszNow রাজনীতি -