বাংলা বিভাগে ফিরে যান

লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে তৃণমূলকে ‘জানোয়ার’ বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এপ্রিল 3, 2024 | < 1 min read

তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তণ বিচারপতি তৃণমূলের সমালোচনা করতে গিয়ে বলেন, “এই জানোয়াররা জানে না যে মানুষ ভিখিরি নয়।” এবার প্রশ্ন, ঠিক কাদের তিনি জানোয়ার বলে উল্লেখ করলেন?

সোমবার তমলুকে প্রচারে ছিলেন তিনি। সেখানে তিনি বলেন, আমি গ্রামের মধ্য় দিয়ে যাওয়ার সময় দেখছিলাম ছোট ছোট কিছু বাড়ি হয়েছে। ইঁটের গাঁথনি হয়েছে। বাইরে প্লাস্টার হয়নি। কবে হবে কেউ জানে না। মানুষের এই শ্রমের দ্বারা উপার্জিত অর্থ ছোট্ট বাড়ি করা, একটা সংসার করা, এসবের মূল্য ওই চোরেরা দেয় না।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “শুধু বলে হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে। জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকারের উপার্জন করা করের টাকা যা সারা ভারত থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়।”

এর উত্তরে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এতদিন যিনি ভদ্র মানুষের মুখোশ পরে বসেছিলেন, তাঁর কীসের মতো মুখটা দেখা যাচ্ছে সেটা বাংলার মানুষই বলতে পারবে”।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare