বাংলা বিভাগে ফিরে যান

ডিসেম্বরে সরকার ভেঙে দেওয়ার হুমকি অভিজিতের

এপ্রিল 15, 2024 | < 1 min read

শুভেন্দুকে পাশে বসিয়ে ডিসেম্বর মাসের মধ্যে রাজ্য সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিলেন প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী।

ময়নার সভা থেকে অভিজিৎ বলেন, “বিজেপি প্রার্থীদের জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যা এখন ভিতর থেকে ভেঙে গিয়েছে, তারা নিজেরাই ভেঙে পড়ে যাবে। ডিসেম্বর মাস পর্যন্তও আমি তাদের মেয়াদ দেখছি না। এই বছরই ভেঙে যাবে।”

কিন্তু তাঁর গলায় অনিশ্চয়তাও শোনা যায়। যদি ডিসেম্বরে সরকার না ফেলতে পারেন, সেই পরিপ্রেক্ষিতে অভিজিৎ বলেন, ‘‌এই বছরই ভেঙে যাবে। যদি তা না মেলে দেড় বছর পর ২০২৬ সাল তো আছেই। এদের গুড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের আর একদিনও ক্ষমতায় রাখা যাবে না। এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে। ২০২২ সালের ডিসেম্বর মাসেও সরকার ফেলার হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একাধিকবার বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল, ১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ। আবার ১২ ডিসেম্বর হাজরার জনসভায় সেই শুভেন্দু অধিকারীই বলেছিলেন, ‘‌তৃণমূল ভেঙে সরকার গড়তে চাই না। ডিসেম্বরের ধামাকায় সরকার ফেলব না।’‌

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাংলায় কেরোসিনের বরাদ্দ অর্ধেকেরও কম করে দিল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
আবার অমিত শাহের জনসভা ফ্লপ শোয়ে পরিণত
FacebookWhatsAppEmailShare
সপ্তগ্রামে লকেটের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের
FacebookWhatsAppEmailShare