NEWSZNOW বাংলা

March 18, 2025, Tuesday 06:21:40

বাংলা ENGLISH

শিক্ষা বিভাগে ফিরে যান

সেমিস্টারের আগে শেষ উচ্চ মাধ্যমিকে বাড়ল ছাত্রীসংখ্যা

ফেব্রুয়ারি 27, 2025 < 1 min read

এবার প্রায় ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিতে চলেছে। গত বছরের তুলনায় যা অনেকটাই কম। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। গত ২০২৩ সালে, মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। তার মধ্যে থেকে একাদশের জন্য রেজিস্ট্রেশন করেছিল ৫ লক্ষ ৬৪ হাজার জন। কিন্তু এই বছর পরীক্ষা দিচ্ছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। অর্থাৎ, প্রায় ৫৫ হাজার পরীক্ষার্থী কম। এদিকে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি। ৪৫.৩২ শতাংশ ছেলে এবং ৫৪.৬৮ শতাংশ মেয়ে। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৭৬৭১ জন বেশি। মোট ২৩টি জেলায় ২০৮৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ৫২৮ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় সহ পরীক্ষা দিচ্ছেন। এছাড়া ১৩৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ধরা হয়েছে।

প্রতি ২৫ জন পড়ুয়া পিছু একজন করে পরিদর্শক রাখা হচ্ছে। আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে ১টা ১৫ পর্যন্ত। অন্যদিকে, কারিগরী বিষয়ের পরীক্ষার সময়সীমা থাকবে ২ ঘণ্টা। এই সময় উচ্চমাধ্যমিক সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাতে হলে চালু থাকছে হেল্পলাইন নম্বর ০৩৩২৩৩৭০৭৯২- ২৩৩৭৯৬৬১। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে এবং ৯টা ৫৫ মিনিটে প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই। প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর দেওয়া থাকবে নিরাপত্তার জন্য। সেই সিরিয়াল নম্বর আবার পরীক্ষার্থীদের নিজেদের উত্তরপত্রও লিখতে হবে। এছাড়াও QR কোড এবং বারকোডও থাকছে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

বেসরকারি স্কুলে আকাশছোঁয়া ফি-তে লাগাম? বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার

FacebookWhatsAppEmailShare

‘ন্যাশনাল ট্যালেন্ট সার্চ’ পরীক্ষার জন্য খরচ কমিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

FacebookWhatsAppEmailShare

অক্টোবরের শেষে টেস্ট, ২৬-এর ভোটের জন্য এগোচ্ছে মাধ্যমিক?

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...