অক্টোবরের শেষে টেস্ট, ২৬-এর ভোটের জন্য এগোচ্ছে মাধ্যমিক?
মার্চ 3, 2025 < 1 min read

২০২৬ অর্থাৎ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুর দিকে ভোটে আগ্রহী রাজ্যের শাসকদল। আর সেই কারণে এগিয়ে আসতে পারে মাধ্যমিকের টেস্ট। এমনই ইঙ্গিত মিলছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে। সাধারণভাবে নভেম্বর মাসেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। কিন্তু এবার অক্টোবরের শেষদিকেই নেওয়া হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সেক্ষেত্রে কালীপুজো, ভাইফোঁটার পরপরই টেস্ট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মধ্যেশিক্ষা পর্যদ। ফলে মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হতে পারে।
সেক্ষেত্রে জীবনের প্রথম পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কম সময় পাবে পরীক্ষার্থীরা।লোকসভা ভোটের সময়েও মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসে শুরু হয়েছিল ফেব্রুয়ারির প্রথমে। ফলে ২০২৬ সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মাধ্য়মিক পরীক্ষা এগিয়ে আনার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্য়মিকের টেস্ট পরীক্ষা কালীপুজো ও ভাইফোঁটা মিটলেই নিয়ে নেওয়া হতে পারে। এরকমই একটা প্রস্তুতি নেওয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।




6 days ago
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow