স্বাস্থ্য ক্ষেত্রে রাজনীতি নিয়ে কড়া বার্তা শশী পাঁজার
ফেব্রুয়ারি 10, 2025 < 1 min read

লকাতায় অনুষ্ঠিত হল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম সভা, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা. শশী পাঁজা, মানস ভুইয়া, ডা. নির্মল মাজি, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সিনিয়র ডাক্তাররা। এই সংগঠনের কথা মন্ত্রী ডা. শশী পাঁজা আনুষ্ঠানিকভাবে পূর্বেই জানিয়েছিলেন। এবার সেই সংগঠনের কার্যকরী সমিতির সভা অনুষ্ঠিত হয় উত্তর কলকাতায়।সেখানেই জেলা থেকে আসা একাধিক চিকিৎসক জানিয়েছেন, “উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ-সহ একাধিক হাসপাতালের জনাকয়েক চিকিৎসক সরকারি পরিষেবায় ফাঁকি দিয়ে শহরে এসে মিছিল করছেন। একদিকে নিজেরা সরকারি পরিষেবা ফাঁকি দিচ্ছেন। আবার মিছিল করে সরকারের ব্যর্থতার গল্প শোনাচ্ছেন।”
তেমন কিছু নামও জমা পড়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকের কাছে।দলের তরফে মন্ত্রী শশী পাঁজা বলেন, “আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বে সংগঠন হবে। তৃণমূল করছে বলে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কর্মী হওয়ায় দায়বদ্ধতা থাকে। প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশন প্রতিটি জেলায় যাবে। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরোধিতা করছেন তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করতেই পারেন, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কোনও রাজনীতির জায়গা নেই। ডিউটি না করে সরকারকে হেনস্থা করবেন না।”




3 days ago
3 days ago
3 days ago
3 days ago
3 days ago
নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা পুরসভা - NewszNow
tinyurl.com
নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা ...দিল্লী-মহারাষ্ট্রে ভোটার কারচুপি? | Voter list SCAM led to BJP's win in Delhi & Maharashtra? | BJP
#BJP #AAP #BharatiyaJanataParty #AamAadmiParty #Delhi #Maharastra #Elections #NarendraModi #ArvindKejriwal #VoterList #ElectionCommission #NewszNow
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow
রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু-সুকান্তর খেয়োখেয়ি
#BJP #Bengal #SuvenduAdhikari #NewszNow
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮
#Stampede #KumbhMela #Delhi #NewszNow #NewszNow