২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে
জানুয়ারি 7, 2025 < 1 min read
২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদলত সুপ্রিম কোর্টে। ফের এই মামলার শুনানির তারিখ দিল শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানান, আগামী সোমবার মামলার শুনানি করা যেতে পারে। সব পক্ষ তাতে রাজি হয়। আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন দুপুর দুটোর সময় হবে পরবর্তী শুনানি।মঙ্গলবার শুনানি হলে সিবিআইয়ের সওয়াল করার কথা ছিল।
সেই মতো এক আইনজীবী জানান, সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক। শুনানি না-হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক, মঙ্গলবার এই মামলায় রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। সব পক্ষকে হলফনামা জমা করতে হবে ১৫ জানুয়ারির মধ্যে।ওইদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি হবে।
আজ এই মামলাটি শুনানির জন্য ১ নম্বরে থাকলেও শুনানি হলনা।অন্যদিকে, ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানিও পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল। সেই নির্দেশের নিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন সেই মামলার শুনানি ছিল। কিন্তু তাও পিছিয়ে দেওয়া হল। পরবর্তী শুনানি হবে ২৮-২৯ জানুয়ারি।
6 days ago
7 days ago
7 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -1 week ago
1 week ago