মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেবেন্দ্র ফড়নবীশই, দাবি বিজেপি শীর্ষ নেতার
ডিসেম্বর 2, 2024 < 1 min read
সোমবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার কথা রয়েছে। তবে রবিবার রাতে এক বিজেপি নেতা মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাঁর নাম নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিজেপি নেতা জানিয়েছেন, দেবেন্দ্র ফড়ণবীসকেই পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসাবে বাছা হয়েছে। মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ১৩২টিতে জয়ী হয় বিজেপি ৷ এদিকে মহাযুতি জোটের আরেক সদস্য একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি এবং অজিত পাওয়ারের এনসিপি ৪১টি আসনের দখল নেয় ৷ কিন্তু এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, সেনিয়ে টানাপোড়েন চলছিল ৷
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দৌড়ে এগিয়ে থাকলেও শিন্ডে শিবির যে এতে একেবারেই রাজি নয়, তা বোঝা যাচ্ছিল ৷ এনিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গিয়ে দেখা করেন দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডে ৷ তিনি অবশ্য জানিয়েছেন যে, নয়া মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে, তাতেই তিনি রাজি ৷ এসবের মাঝে জল্পনা ছড়িয়েছে, একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী না হলেও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডে ৷ শিবসেনা (শিন্ডে) স্বরাষ্ট্র দফতর পেতে চায় ৷ একনাথ জানিয়েছেন মহাযুতি জোটের বিজেপি, এনসিপি এবং শিবসেনা একসঙ্গে বসে সরকার গঠনের সিদ্ধান্ত নেবে ৷
6 days ago
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের - NewszNow
অভিষেকের নির্দেশে পদক্ষেপ, বাদ পড়া মুখপাত্রদের ফোন ডেরেক ও’ব্রায়েনের NewszNo...6 days ago
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা - NewszNow
ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা NewszNow বাংলা -6 days ago
6 days ago
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা - NewszNow
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গ্রেফতার, কয়েক কোটি টাকার প্রতারণা NewszNow খবর -6 days ago
‘বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক’,মোদীকে প্রস্তাব মমতার
বিস্তারিত >
#MamataBanerjee #Assembly #AbhishekBanerjee #TMC #NewszNow