বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে ‘ঢপের সংগঠন’ বলে কটাক্ষ অনুপম হাজরার
নভেম্বর 19, 2024 < 1 min read
রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কোনঠাসা করে রাখা হয়েছে বলে বারে বারে অভিযোগ করে এসেছেন অনুপম হাজরা।এবার তিনি মিস কল দিয়ে দলের সদস্য সংগ্রহ অভিযানকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “টার্গেট পূরণ করার তাগিদে বঙ্গ-বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা কোলা ব্যাঙের নির্দেশে নেতারা নাকি ৫-৬টা করে সিম কার্ড তুলছে। হায়রে ঢপের সংগঠন।”
দল বিরোধী মন্তব্যে বিপাকে বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, নভেম্বরে মধ্যে ১ কোটি সদস্য সংগ্রহ অভিযান শেষ করতে হবে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্যেই প্রতিদিন বিভিন্ন বিধানসভা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে সদস্য সংগ্রহ করছেন বিজেপির কর্মী-সমর্থকরা। এবার সেই অভিযানকেই কটাক্ষ করলেন অনুপম।গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন অমিত শাহ। তিনি জানিয়েছিলেন বাংলার কার্যকর্তাদের উপর পুরো ভরসা আছে।
কথা দিচ্ছি ২০২৬ বাংলা নরেন্দ্র মোদী সরকারের হবে। অনুপম বলেছেন যে নাম কা ওয়াস্তে খাতায় কলমে সদস্য সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণে নেতারাই ৫-৬ টা করে সিম কার্ড তুলছেন, নতুন নম্বর থেকে মিসড কল দিলেই সদস্য সংগ্রহে নাম নথিভুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে খাতায় কলমে হয়তো শাহর বেঁধে দেওয়া টার্গেট পূরণ হবে কিন্তু আখেরে দলের কোনও লাভ হবে না।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...