মণিপুরে এনআইএ টিম পাঠাচ্ছে কেন্দ্র, সরকার বাঁচাতে তৎপর বিজেপি, ডাকা হল জোটের বৈঠক
নভেম্বর 18, 2024 < 1 min read
ফের অশান্তির আগুনে পুড়তে শুরু করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। শনিবার জিরিবামে ছয়টি মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর, বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম জেলায় জনতা একাধিক মন্ত্রী, বিধায়ক এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। মণিপুরের শীর্ষ আধিকারিক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেবেন। ইম্ফলের এক শীর্ষ পুলিশ কর্তা বলেছেন বাড়ি ভাংচুর ও আগুন লাগানোর ঘটনায় ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে হিংসার মাঝে মণিপুরে বিজেপির মিত্র জাতীয়তাবাদী পিপল পার্টির সাত বিধায়ক সহ সমর্থন প্রত্যাহার করেছে। রাজ্যে হিংসা বাড়তেই পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বিজেপি বিধায়করা আজ সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে মণিপুরের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন। কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এন বীরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি-নেতৃত্বাধীন মণিপুর সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করার একদিন পরে আজকের এই বৈঠক ডাকা হয়।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোন তিনটি মামলাকে এনআইএ-কে দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে হিংসা, প্রাণহানি সংক্রান্ত এই তিন মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ। তাদের কাছ থেকে নিয়ে তদন্তভার তুলে দেওয়া হল এনআইএ-র হাতে। মনে করা হচ্ছে, তদন্তে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...