সংসদের শীতকালীন অধিবেশনে নজরে একাধিক গুরুত্বপূর্ণ বিল
চলতি বছরে সংসদের শীতকালীন অধিবেশন ২৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। শীতকালীন অধিবেশনে ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব এবং ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি নির্বাচনী সভায় বলেছিলেন যে শীতকালীন অধিবেশনেই এই বিলটি পাস করা হবে।হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পর এটাই সংসদের প্রথম অধিবেশন। আবার এই অধিবেশন শেষ হওয়ার পরই খাস রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাবে। ফলে এই অধিবেশন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।
এছাড়াও, ২৬ নভেম্বর, সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে লোকসভা এবং রাজ্যসভার একটি যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই বিশেষ অধিবেশনটি পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হবে। এখানেই ২৬ নভেম্বর, ১৯৪৯ সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয় এবং ভারতের সংবিধান পূর্ণভাবে কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ থেকে।সরকারি সূত্রের খবর, শীতকালীন অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বিল পেশ করতে পারে সরকার। শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪-ও পাশ করিয়ে নিতে চাইছে তারা। ওয়াকফ নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি তৈরি হয়েছে, তাতে নিত্যদিন বিবাদ হচ্ছে। শেষ পর্যন্ত কমিটি কী রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্র বিলটি পাশ করায় কিনা সেদিকে নজর থাকবে।