বাংলা বিভাগে ফিরে যান

‘কমিশন-বিজেপির সেটিং হয়েছে, বললেন ডেরেক ও ব্রায়েন

অক্টোবর 16, 2024 | < 1 min read

মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সব মিলিয়ে মঙ্গলবার দেশের ৪৮টি বিধানসভা কেন্দ্র এবং দু’টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রটি সাংসদশূন্য হওয়া সত্ত্বেও ওই কেন্দ্রে ভোট ঘোষণা করা হয়নি। সেই নিয়েই এবার নির্বাচন কমিশনকে তোপ দাগল রাজ্যের শাসকদল। ঘাসফুল শিবিরের বক্তব্য, বসিরহাটে পরাজয় নিশ্চিত, এটা বুঝতে পেরেই বিজেপির কথা মতো ওই আসনে এখন ভোট করাচ্ছে না কমিশন।

তৃণমূলের সংসদীয় নেতা ডেরেক ও ব্রায়েনের খোঁচা, ” নামেই ইলেকশন কমিশন, আসলে ওটা তো বিজেপির হেড কোয়ার্টাস!”এবারের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্র থেকে তিন লাখেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। গত ২৫ সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর। ফলে ওই আসনটি সাংসদ শুন্য। মনে করা হয়েছিল, ৬টি বিধানসভার সঙ্গে বসিরহাট লোকসভাতেও উপ নির্বাচনের কথা ঘোষণা করবে কমিশন।তৃণমূল সূত্র বলছে, বসিরহাটের ভোট নিয়ে যে নির্বাচনী পিটিশনটি দায়ের হয়ে রয়েছে সেটা আসলে বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাঁতের ফল। ওই আসনটিতে এখন ভোট হলে তৃণমূল হাসতে হাসতে জিতে যেত, যে কারণে ওই কেন্দ্রে ভোট ঘোষণা করা হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লক্ষ্মী দেবীর সঙ্গেই আরাধনা সরস্বতীর, কিন্তু কেন এমন রীতি?
FacebookWhatsAppEmailShare
লক্ষ্মী পুজোয় ফল, সবজির দামে মধ্যবিত্তের হাতে ছ্যাঁকা লাগার জোগাড়
FacebookWhatsAppEmailShare
শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ
FacebookWhatsAppEmailShare